Message From Chairman
Message From Chairman

এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ইটের গাঁথুনিতে জড়িয়ে আছে আমার স্বপ্ন । এটি এমন এক স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে প্রথাগত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা বিকাশে সর্বোচ্চ সুযোগ পাবে । সুযোগ পাবে নিজেদের বিকশিত করার, বহির্বিশ্বের উপযুক্ত করে নিজেকে মেলে ধরার ।

একটি স্কুল নির্ধারণ করে দেয় একটি জাতি উন্নতির কোন স্তরে নিজেদের নিয়ে যেতে পারবে । শিক্ষার কাঁধে ভর দিয়েই আমাদের সমস্ত অর্জন । আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার সেই কাঁধকে শক্তিশালী করে চলেছে নিরন্তরভাবে । আর এক্ষেত্রে আমাদের সুশিক্ষিত শিক্ষক মণ্ডলী, আধুনিক শ্রেণিকক্ষ এবং নিরাপদ পরিবেশ সবথেকে বড় ভূমিকা পালন করে চলেছে ।

খুব প্রচলিত একটা প্রবাদ আছে, "Rome wasn’t built in a day"  ঠিক একইভাবে আমার এই স্বপ্ন একদিনে আজকের এই পরিণতি পায়নি । দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আর একাগ্রতাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আজকের রূপ দিয়েছে ।

 

Follow Us @Facebook
Useful Links
Visitor Info
100
as on 13 Nov, 2025 01:28 AM
Learn More & Connect with us
  Nexus International School
©EduTech-SoftwarePlanet